ঢাকা | সোমবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সালাহউদ্দিন আহমদ: গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণতন্ত্রের সুরক্ষায় প্রাণ উৎসর্গকারী সকলকেই জাতীয় বীর হিসেবে সম্মান জানানো উচিত। তিনি বলেন, ‘‘শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তারাই নয়; গত ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা আত্মত্যাগ করেছেন, তারা সবাই জাতীয় বীর।’’

এই মন্তব্য তিনি রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে করেন। অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত আহত রোগী ও অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘শুধু রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলেই হবে না। রাষ্ট্র চালানো এবং নাগরিকরা উভয়ের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা বদলানো প্রয়োজন। সরকার থেকে সব কিছু আশা না করে জনগণকেও ভাবতে হবে, দেশের জন্য তারা কী করতে পারে।’’

তিনি বলেন, ‘‘সংস্কারের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান পেয়েছি। এই সংবিধানের ওপর ভিত্তি করে যে সরকার ব্যবস্থা গড়ে উঠবে, যারা সেটি পরিচালনা করবে এবং যারা সেই সরকারের বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী, সকলেরই মানসিক ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। অন্যথায় মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’’

সালাহউদ্দিন আহমদ দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘‘সরকার আমাদের জন্য কী করবে তা নয়, জনগণ দেশের জন্য কী করতে পারে তাই ভাবতে হবে। এই পরিবর্তিত মানসিকতা থেকেই আমরা একটি কাংক্ষিত রাষ্ট্র, সরকার এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব।’’

তিনি স্বাধীনতার শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন স্মরণ করে বলেন, ‘‘২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ, যারা জীবন দিয়েছেন বা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র দেখতে পায়। আমাদের শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’’

সালাহউদ্দিন আহমদ এও বলেন, ‘‘দুর্ভাগ্যবশত আমরা দেখছি ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা, বেদনা বা পরাজয়ের স্বীকারোক্তি নেই, বরং তাদের মধ্যে দাম্ভিকতা বিদ্যমান।’’

অনুষ্ঠানে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সভাপতিত্ব করেন এবং সদস্য জাহিদুল ইসলাম রনি সঞ্চালনা করেন। এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।