ঢাকা | শনিবার | ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪

জুলাই) সকালে বাড়ির পাশে নিজেদের ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার

মৃত্যু হয়।

নিহত জামিল আহমদ নাবিল (১৪)। আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জামিল গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের জালাল

উদ্দীনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে ধানখেতে কাজ করছিলো নাবিল। এসময়

হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় বজ্রপাতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।