ঢাকা | মঙ্গলবার | ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাসে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ

আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী

দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে সরকার।

এ ছাড়া, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬০

হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল

আলম।

এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনকে সামনে রেখে

আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন,

বৈঠকে নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘বৈঠকে আইজিপি জানিয়েছেন, আগামী মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে

নির্বাচনকেন্দ্রিক বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।’

শফিকুল আলম আরও জানান, এই প্রশিক্ষণ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।