রাজধানীর কদমতলী এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে
হত্যার অভিযোগে সৎ ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে
অর্থদণ্ড করেছেন আদালত।
রবিবার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এ রায়
দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আল আমিন, মো. মিরাজ মোল্লা ও নুর আলম। আসামি
আল আমিন ও মিরাজ কারাগারে আছেন।
অপর আসামি নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেছেন আদালত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রত্যেককে
অর্থদণ্ড
মামলার অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ২০১০ সালের ৮ মে
হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা
করেন দণ্ডিত আসামিরা।
ওই ঘটনায় কদমতলী থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। ২০১০ সালের
৩১ আগস্ট গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান দণ্ডিত
আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। বিচার চলাকালে ১৫
জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।