ঢাকা | রবিবার | ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

হাতির আক্রমণে আহত তিনজনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে

গিয়ে হাতিটির আক্রমণে দুই ভেটেরিনারি সার্জনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) একটি হেলিকপ্টারে করে

ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যকাটা

এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে।

আজ শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলামের সই করা এক

বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আরও একটি বন্যহাতির

আহতরা হলেন— ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো.

জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান

এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর

রহমান।