রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে
হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী তাকে রংপুর সদর উপজেলার
হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করে থানায়
সোপর্দ করে।
পরে রোববার (৩ আগস্ট) সকালে তাকে হিন্দুপল্লিতে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো
হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক
যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুর
হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে
হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান,
ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের উসকানি দেওয়ার বেশ কিছু ভিডিও ও অডিও দেখে
সেনাবাহিনী তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে ওই সাংবাদিককে থানায় সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, হাবিবুর রহমান
সেলিম হামলাকারীদের উসকানি দিচ্ছেন।
ওসি আরও জানান, আলদাতপুর হিন্দুপল্লিতে ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো
হয়েছে। আজ রোববার সকালে সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।