রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার
পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মামলার শুনানিতে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান আসামিদের পাঁচ দিনের রিমান্ড
আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের
রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার বিকালে গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড
আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন: গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা: গ্রেপ্তার ৫ জন জেলহাজতে
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া
গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা
মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান
আতিক (২৮) ও দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ জুলাই) ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে
(সা.) কটূক্তির অভিযোগে গঙ্গাচড়ার আলদাতপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু
কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ওই কিশোরের এক
আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।
গত রবিবার (২৭ জুলাই) সাইবার সুরক্ষা আইনে করা মামলায় কিশোরকে আদালতে হাজির করে
কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে
দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হামলা চালান।
পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের
বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ বাদী হয়ে
গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা
করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, গঙ্গাচড়ার
হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্ত
কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের
রিমান্ড মঞ্জুর করেছেন।