ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার কারণে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হেডিংলি টেস্টের তৃতীয় দিনে পান্ত লেভেল ওয়ান নিয়ম ভঙ্গ করেছেন। বিশেষ করে ‘প্লেয়ার্স এন্ড প্লেয়ার্স সাপোর্ট পার্সোনেল’ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ, যা আন্তর্জাতিক ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য নির্ধারিত।
ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৬১তম ওভারের শেষে। ভারতীয় দল বল পরিবর্তনের জন্য দুই অনফিল্ড আম্পায়ারকে অবগত করে। বল গজ দিয়ে বলের আকৃতি পরীক্ষা করার পর আম্পায়াররা বল পরিবর্তন না করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত পান্তের পছন্দ হয়নি। ক্ষিপ্ত হয়ে তিনি আম্পায়ারদের সামনে মাটিতে বল ছুঁড়ে ফেলেন, যা আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ব্যাহত করে।
এই আচরণের জন্য পান্তকে তিরস্কারের পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে, গত ২৪ মাসে এটি পান্তের প্রথম কোন নিয়ম ভঙ্গ।
উভয় অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফানি ও পল রাইফেলের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পান্তকে শাস্তি দেন। পান্ত তার দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে অতিরিক্ত কোনো শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, হেডিংলি টেস্টের দুই ইনিংসেই চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন পান্ত। যথাক্রমে তিনি ১৩৪ ও ১১৮ রানের দুটি সেঞ্চুরি করেন, যা দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।