ঢাকা | শনিবার | ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

১৫ বছর আগে আওয়ামী লীগ সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পূর্ববর্তী ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী হামলা এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের একটি তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শহীদ ছাত্র আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ এবং মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

সাক্ষাতে শহীদ আবরারের পরিবার প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান, ১৫ বছরের মধ্যে আওয়ামী লীগ ও তার সংগঠনের সন্ত্রাসীদের হামলায় এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা নিহতদের তালিকা তৈরি করে প্রত্যেক ঘটনার তদন্ত করা হোক। তারা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও তার মামলার ত্বরান্বয়নের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অনুরোধও জানান।

মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, ‘দেশের জন্য উচ্চস্বরে কথা বলার কারণে আমার ছেলেকে সন্ত্রাসীরা নির্মম পিটাই করে হত্যা করেছে। সে দেশের স্বার্থে কথা বলেছিল, বিশেষ করে অসম পানির বণ্টনের বিরুদ্ধে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার মায়ের আর্তনাদ এখনও শুনতে পাই; আমি চাই যেন আর কোনো মা এই কষ্ট না পায়, যেন আর কোনো মায়ের বুক ফাঁকা না হয়।’

এছাড়া, কুষ্টিয়ায় গড়াই নদীর ওপরে সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবির কথা তুলে ধরে সেখানকার প্রায় ৩০ হাজার মানুষ দৈনন্দিন জীবনে ভোগান্তিতে রয়েছে উল্লেখ করেন মোহাম্মদ বরকত উল্লাহ এবং প্রধান উপদেষ্টার কাছে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ প্রধান উপদেষ্টার কাছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থীবান্ধব করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষেত্রে অপ্রতুল। ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা এখনো সংকটগ্রস্ত। আমরা আশা করি বর্তমান সরকার এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।’

তিনি আরও বলেন, ‘বুয়েটে র‌্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নের ঘটনা নতুন কিছু নয়, আগেও ঘটেছে, তা তদন্ত ও বিচার প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছিল। এ ঘটনা যথাযথ বিচার পাবে। ১৫ বছরে আওয়ামী লীগ ও তার সংগঠনের সন্ত্রাসীদের হামলায় এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের পরিপূর্ণ তদন্ত করা হবে। সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’