
ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থীর। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী ওই পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি।