
বাংলাদেশে কর্মরত বিদেশিদের অনলাইন আয়কর রিটার্ন থেকে অব্যাহতি
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইন আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই শ্রেণি যুক্ত হওয়ার ফলে এখন মোট পাঁচটি শ্রেণি বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিলের আওতার বাইরে থাকলো। অন্য চারটি শ্রেণি হলো— ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম করদাতা (বৈধ সনদ প্রদর্শন সাপেক্ষে), বিদেশে বসবাসরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে রিটার্ন