
অধিনায়ক হামজার নেতৃত্বে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটি
ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা এফএ কাপের তৃতীয় রাউন্ডে দারুণ এক জয় ছিনিয়ে এনেছে লেস্টার সিটি। গত শনিবার তারা চেলটেনহ্যাম টাউনের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়ে নিশ্চিত করে চতুর্থ রাউন্ডের স্থান। এই ম্যাচে লেস্টার সিটির অধিনায়ক হিসেবে প্রত্যক্ষ নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। দীর্ঘ সময় পর নিজের পছন্দের পজিশন, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পেরে তিনি নিজের প্রতিভার প্রমাণ








