ঢাকা | বুধবার | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

জাকসু নির্বাচন সামনে রেখে ১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১

সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী

১৬ আগস্টের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু

নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জাকসুর তফসিল ঘোষণা শেষে এ

কথা বলেন।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার

কথা মাথায় রেখে আমরা আগামী ১৬ আগস্টের মধ্যে মাস্টার্স শেষ করা মেয়াদোত্তীর্ণ

শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিচ্ছি। এক্ষেত্রে হল প্রভোস্টদের সহযোগিতা

কামনা করছি। ঘোষিত সময়ের মধ্যে সাবেক শিক্ষার্থীরা হল ছেড়েছে কি না, সেই তথ্য

নিশ্চিত করার জন্য হল প্রভোস্টদের কাছে আহ্বান জানাচ্ছি।’ প্রয়োজনে কার্যকর পদক্ষেপ

নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পড়ুন: জাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

সার্বিক বিষয়ে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান

বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর আমরা জাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। আশা করছি আমরা একটি

অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারব।’ এ নির্বাচন সুষ্ঠুভাবে

পরিচালনা করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।