ঢাকা | বৃহস্পতিবার | ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ঢাকা দক্ষিণ সিটিতে

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ৮১ জন

আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়।

পাশাপাশি আক্রান্ত হয়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। আর সারা দেশের বিভিন্ন

হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮২ জন রোগী।

রবিবার (১১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ (সোমবার)

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা বরিশাল বিভাগে ৭৫ জন নতুন রোগী

হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, চট্টগ্রামে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে খুলনায় ২১-২৫ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন এবং ঢাকার

বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০১ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে,

যাদের মধ্যে ৫৮.৩ শতাংশ পুরুষ এবং ৪১.৭ শতাংশ নারী।

এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত

হয়েছে মোট ২৪,৯৯৯ জন। এর মধ্যে ৫৮.৮ শতাংশ পুরুষ এবং ৪১.২ শতাংশ নারী।