কিশোরগঞ্জের ভৈরব থেকে হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গোলাম হোসেন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিসি-২ ইউনিট, ভৈরব ক্যাম্প। সে ভৈরব উপজেলার কালিপুর মধ্যপাড়ার আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, গোলাম হোসেন মিয়া নরসিংদীর বেলাবো থানার সিএনজি ডাকাতির ঘটনার প্রধান আসামি। সেখানে সিএনজি ড্রাইভারকে হত্যা করে লাশ গুমের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হত্যা ও ডাকাতির মামলা নং-০১(০১)১৫, ধারাসংখ্যা ৩৯৬/২০১ এ যাবজ্জীবন সাজাাদেশ দেয়া হয়েছে। দীর্ঘদিন থেকে পলাতক থাকা আসামীকে অবশেষে র্যাবের বিশেষ টিম ধরিয়ে এনেছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহিত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে হত্যা ও ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এ পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।’’
এই গ্রেপ্তারের ফলে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ ব্যাপক সন্ত্রাস ও অপরাধ দমন অভিযান অব্যাহত রেখেছে।