ঢাকা | সোমবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোয়ালখালীতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ লুটের চেষ্টা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শাহ সুফি মৌলানা আব্দুল গফুর শাহ আল মাইজভাণ্ডারী (র.) মাজার সংলগ্ন পুকুরে বিষ দিয়ে মাছ মারার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ থেকে ৮ মণ মাছ লুট করে নিয়ে যায়। বিষের প্রভাবে পুকুরের মাছগুলো মারা যায় এবং ভেসে উঠে, যার ফলে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুকুরটির মালিক শাহজাদা মোঃ হাসান জানিয়েছেন, এই পুকুরে ৪ বছর আগে মাছ চাষের জন্য জাল দেওয়া হয়েছিলো, এরপর থেকে মাছ ধরা হয়নি। এর আগেও ২০০৭ সালে একই ধরনের বিষ প্রয়োগের মাধ্যমে পুকুরের মাছ লুট হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে এ ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেছেন।