ঢাকা | মঙ্গলবার | ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সাভারে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

সাভারের হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম অহিদুজ্জামান মুকুল (৫০)। তিনি সাভারের হেমায়েতপুর

দক্ষিণ শ্যামপুরের মরহুম আব্দুল আলীর ছেলে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সোমবার হেমায়েতপুরে ফুটপাতে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে মুকুলকে চাঁদাবাজির অভিযোগে এলাকা থেকে বের করে

দেওয়া হয়। পরবর্তীতে গত বছরের ৫ আগষ্ট দেশের ক্ষমতার পট পরিবর্তন হলে স্থানীয়

মোশাররফ হোসেন মোশা তাকে চাঁদাবাজির জন্য এলাকায় নিয়ে আসেন।

হেমায়েতপুরের ফুটপাতের সব চাঁদাবাজির টাকা-পয়সা মোশাররফ হোসেন মোশার হাত

নিয়ন্ত্রণে। আর সারা দিনের কালেকশনের চাঁদাবাজির টাকা দিনের একটি সময়ে মোশাররফ

হোসেন মোশার হাতে বুঝিয়ে দিয়ে আসেন মুকুল।

রবিবার (১৭ আগস্ট) রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে চাঁদাবাজির সময় মুকুলকে গ্রেপ্তার

করে।

সাভার মডেল থানা ও ট্যানারী ফাঁড়ির এসআই আমির জানান, আজ দুপুরে মুকুলকে আদালতে

পাঠানো হয়েছে।