ঢাকা | সোমবার | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

নতুন করে বুলিংয়ের শিকার বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন একের পর এক নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করার পাশাপাশি আন্তর্জাতিক শো বিজয় করে প্রশংসা কুড়িয়েছেন। তিনি দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের অভিনেত্রিত্বের ছাপ রেখে গেছেন। কান চলচ্চিত্র উৎসবেও তার ছবি মনোযোগ আকর্ষণ করে। ছাত্র আন্দোলনের সময় থেকেই তিনি সরব ছিলেন রাজপথে, শিক্ষার্থীদের পক্ষে নিজের সমর্থন জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে এর মাঝে তিনি মাঝে বিতর্কের মধ্যেও পড়েছেন। গত মার্চ মাসে এক পোস্টে অভিনেত্রীকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে একাংশ নেটিজেন মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় বাঁধন হতাশা প্রকাশ করে লেখেন, ‘আবারো ‘র’ এজেন্ট হয়ে গেলাম—কি দারুণ এক যাত্রা!’ এরপর হঠাৎ করে আবারও সাইবার বুলিংয়ের মুখে পড়েছেন তিনি।

তিনি ফেসবুকে এ বিষয়টি নিয়ে লেখেন, ‘আমি জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছি (বিস্তারিত পরে বলবো)।’ সেই সঙ্গে কিছু কটুতিময় শব্দভাণ্ডারসহ লিখেছেন, ‘আমাকে গালি দেয়ার শব্দভাণ্ডার এখন আপগ্রেড হয়েছে। এখন থেকে নতুন শব্দ হলো ‘নাগিন’। এর পর তিনি যোগ করেন, ‘মানুষ আমাকে নানা নামে ডাকে, কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। সত্যি বলতে, ‘নাগিন’ নামটা আমার খুব পছন্দ হয়েছে। সব রাস্তা খালি করে দেয়, শহরে এখন নাগিন আজমেরী হক।’

বাঁধনের এই ধরনের পোস্টে অনেক নেটিজেন রসিকতা করছেন, আবার কারও মনোভাব সমর্থন দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। কিছু মানুষ আন্তরিকভাবে তার পরিস্থিতি বুঝে মানসিক সমর্থনও দিয়েছেন।