ঢাকা | মঙ্গলবার | ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হলেন বিসিবির নতুন সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পর থেকেই বুলবুলের বিসিবি সভাপতির পদে আসার পথ সুগম ছিল।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি নির্বাচিত হন। এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু লোক পরিবর্তনের মাত্র কিছুদিন পর আবারও বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আসলো।

ফারুক আহমেদের কাজকর্মে সন্তুষ্ট না হয়ে গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে জানান, সরকার তাকে বিসিবি সভাপতির পদে দেখতে চায় না। যদিও তিনি প্রাথমিকভাবে পদত্যাগে দ্বিধা প্রকাশ করলেও ৮ পরিচালকের অনাস্থা প্রস্তাবের পর আর তার কোনো বিকল্প রইলো না।

গত বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এবং একই সঙ্গে বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দিয়ে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। এরপর নির্বাচনের মাধ্যমে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হন এবং তিনি বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

সূত্র জানায়, নতুন সভাপতি হিসেবে বুলবুলের দায়িত্ব থাকবে আগামী অক্টোবরের নির্বাচন পর্যন্ত, অর্থাৎ তিনি অন্তর্বর্তী মেয়াদে চার মাস দায়িত্ব পালন করবেন। এরপর হবে বিসিবির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার প্রক্রিয়া। যদিও দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকার ইচ্ছা তার নেই।

নিজের দায়িত্ব নিয়েও বুলবুল বলেন, “আমার প্রধান লক্ষ্য হল স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে বিসিবিকে একটি সেরা ক্রিকেট বোর্ড হিসেবে গড়ে তোলা। সরকার আমাকে এই দায়িত্বে দেখতে চেয়েছিল, আমি সেটা গ্রহণ করেছি; এখন বিষয়টি হল প্রক্রিয়া অনুসরণ করা। তবে আগামী নির্বাচনে আমি নেতৃত্বে থাকতে আগ্রহী নই।”

উল্লেখ্য, বিসিবির দায়িত্ব নেওয়ার আগে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার। পাশাপাশি তিনি আইসিসির হাইপারফরম্যান্স প্রোগ্রাম এবং ট্রেনিং এডুকেশনের প্রধান হিসেবে কাজ করেছেন।