ঢাকা | শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুন্দর স্বাস্থ্যের জন্য আজ মঙ্গলবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ মিলাদ ও দোয়া। পাশাপাশি, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এই রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজেদের বিবৃতিতে বলেন, এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সকল ইউনিটের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে মহান আল্লাহর রহমত ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা সম্ভব হয়।