ঢাকা | শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

জয়া আহসানের কঠোর শাস্তির দাবি খুনের ঘটনায়

পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা করার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও। প্রাণী অধিকার ও নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে নির্বিচারে হত্যা করেছে এক নিষ্ঠুর ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি! এই খুনির জন্য একদমই কঠোর শাস্তি চাই।” তার এই বক্তব্যের পাশাপাশি অনেকে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রাণী নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি তুলেছেন। জানা গেছে, গত সোমবার ঘটনাটি ঘটে ঈশ্বরদীর উপজেলা পরিষদ অডিটরিয়াম এলাকায়। স্থানীয় সূত্রের মতে, এক সপ্তাহ আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা এক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। হঠাৎ একদিন মা কুকুরটি ছুটোছুটি এবং কাঁদতে দেখে স্থানীয়রা বুঝতে পারেন যে ছানাগুলো পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করছে। এরপর ছানাগুলোর মরদেহ মাটিচাপা দেওয়া হয়। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানের নিরাপত্তার জন্য স্ত্রীর অনুরোধে আমি ছানাগুলোর স্থান পরিবর্তন করছিলাম। কিন্তু তাদের হত্যা করার কথা ভাবিনি।’ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি এক ধরণের চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। এজন্য ওই কর্মকর্তা ও কর্মচারীকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার এই নিন্দনীয় ঘটনায় দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রশাসন।