ঢাকা | শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার বন্ধের ঘোষনা দিতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, যদি তারা সরকার গঠন করে বা সরকারের অংশ হয়ে যায়, তবে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার বন্ধের ঘোষণা তিনি দেবেন। এই মন্তব্য তিনি শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত জনসাধারণের পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে করেছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বিভিন্ন সেক্টরে চাকরি প্রথায় অনেক অপএপ্রাপ্তি রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘পাবলিক ও প্রাইভেট উভয় ক্ষেত্রে দলীয় দাসত্ব, পরিবারের রাজনীতি, তৈলমর্দন বা স্বার্থান্বেষী কাজগুলো ছিল চাকরি পাওয়ার মূল মানদন্ড।’

অতিরিক্তভাবে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনো দলকে সিটের জন্য নেগোসিয়েশনে যাব না। বাংলাদেশে এখন উচ্চ পর্যায়ের সিট বণ্টনের রাজনীতি আর চলবে না।’ তিনি সব ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। নিজেদের মর্যাদা রক্ষা করুন। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মীয় রাজনীতির অপকৌশল আর চলবে না। আমাদের ভাঙনের মাধ্যমে শুরু হলেও এখন আমাদের গড়ে তোলার সময়।’

বঙ্গবন্ধু ও ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারতকে বলবো, বাংলাদেশের অভ্যন্তরীণ কাজ নিয়ে হস্তক্ষেপ বা ডিস্টার্ব করার আগ্রহ না দেখান। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রস্তুত।’