বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হাইয়ের ১৭তম মৃত্যুবার্ষিকী রবিবার, ১৮ জানুয়ারি। এই দিনটি উপলক্ষে সকাল থেকেই তার স্মরণে ডেমরা থানাধীন ডগাইর বাজার কালু ভূইয়া রোডের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এতে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ, পরিবারপরিজন ও শুভানুধ্যায়ী উপস্থিত থাকবেন।
এছাড়াও, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীর চরে রোববার বাদ আসর একটি বিশেষ মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এতে অংশ নেবেন। এর পাশাপাশি, এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মিলাদ ও দোয়া সভার আয়োজনের পাশাপাশি এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
উল্লেখ্য, মরহুম আবদুল হাই ছিলেন একজন প্রথিতযশা সমাজসেবক ও ব্যবসায়ী। তিনি জনপ্রিয় দৈনিক জনতার সিনিয়র স্টাফ রিপোর্টার সফিকুল ইসলামের বাবা। ২০০৯ সালের ১৮ জানুয়ারি, চিকিৎসাধীন অবস্থায় তিনি জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তির জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
– আজকের খবর / এমকে









