রাজধানীর মিরপুরে সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার
করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল
ক্রাইম (সিটিটিসি) ইউনিট ।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজ এবং দুই যুবক সাগর
বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।
বুধবার (২৫ জুন) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান জানান, মিরপুর ও
মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী মিছিলের
নেতৃত্ব দেন জিএম ওয়াহিদ পারভেজ। আজ মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে
সিটিটিসির আরেকটি দল সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, সাগর একজন চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী।
পরে সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ
হাউজিং এলাকা থেকে মো. আপনকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর
থানায় একটি মামলা রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
তিনি বলেন, `গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’