টেস্ট ক্রিকেটে মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় একটি অনুষ্টান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য দেবেন।
এই সংবর্ধনার অন্যতম প্রধান আকর্ষণ হবে বাংলাদেশের প্রথম টেস্ট দল সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান। ২০০০ সালের নভেম্বর মাসে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সেই দলের জীবিত সদস্যদের স্মারক ব্লেজার ও ক্যাপ পরিয়ে সম্মানিত করা হবে। একই সঙ্গে তারা সেদিনের স্মৃতিচারণ করবেন, যা অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব হবে।
অনুষ্ঠানে কেক কাটার আয়োজন থাকবে এবং সাবেক খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে দলগত ছবি তোলার সুযোগও থাকবে।
বাংলাদেশের প্রথম টেস্ট একাদশে ছিলেন শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল সাহারিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটকিপার), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রঞ্জন দাস। এই স্মরণীয় দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।