টাঙ্গাইলের গোপালপুরের শাখারিয়া গ্রামের বাসিন্দা এবং একাধিক মামলার আসামী চাকমা জাহাঙ্গীর বুধবার ভোর রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এলাকাবাসীর ধারণা, মাদক, বালু ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগির বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে তার এই নির্মম হত্যা ঘটতে পারে।
জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তিনি গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এক ডজনেরও বেশি মামলার আসামি ছিলেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজি চালানো একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল চলে আসছিল জাহাঙ্গীরের নেতৃত্বে। তাদের অপরাধমূলক কার্যকলাপের কারণে টাঙ্গাইল ও জামালপুরের যমুনা নদীর তীরবর্তী এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ জানান, বহু মামলার আসামী সন্ত্রাসী জাহাঙ্গীরের সন্ধান পাওয়া কঠিন ছিল পুলিশের পক্ষে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।