বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেলিম নামের এক ব্যক্তির দেয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেছেন।
রোববার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের সাথে স্বাক্ষাতকারে হাফিজ ইব্রাহিম এই মন্তব্য করেন।
এর আগে দেশের বিভিন্ন পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে উঠে আসে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। তবে এই অভিযোগটিতে সরাসরি যুক্ত ব্যক্তি সেলিম ভোলা-১ সদর আসনের বাসিন্দা এবং ভোলা সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের প্রতিবেশী, কিন্তু হাফিজ ইব্রাহিম ভোলা-২ এলাকা থেকে নির্বাচিত হওয়ায় সেই ব্যক্তি তার নির্বাচনী এলাকার বাসিন্দা নন বলে জোর দিয়ে বলেন।
হাফিজ আরো জানান, সেলিম এবং তার আপন ভাতিজি জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ রয়েছে এবং সে বিষয়ে ভোলা সদর থানায় মামলা চলছে। তিনি অভিযোগের পেছনে ব্যক্তিগত বিরোধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ষড়যন্ত্র থাকার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে ঘৃণ্য অপপ্রচারের শিকার করছে। দেশের পলাতক কিছু অস্থিরতাকামী গোষ্ঠী বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন প্রকৃত সত্য উদঘাটনে তারা দৃষ্টি আকর্ষণ করবেন এবং এ ধরনের মিথ্যা অভিযোগের পেছনের বাস্তব কারণকে সামনে আনবেন।