২০২৫ সালের টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও অংশ নেবে বাংলাদেশের ক্রিকেট দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও এশিয়ার নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্স দল খেলবে। পাশাপাশি বিগ ব্যাশ লিগের কিছু দলসহ মোট ১১টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাকি দলগুলোর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলবে পাকিস্তান শাহীন্স দল। অন্যদিকে, ২০২৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে ফাইনালে হারার পর এবার বাংলাদেশ ‘এ’ দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দল।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি জানান, ‘পিসিবি এবং বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার জন্য নয়, এটি নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ এবং পড়াশোনার জন্য আরও আকর্ষণীয় করে তোলার একটি বড় পদক্ষেপ। পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের অংশগ্রহণের কারণে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্ব আরও বেড়েছে।’
অপরদিকে, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ডারউইনে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। অস্ট্রেলিয়ার শর্তে খেলাটা আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য এক দারুণ অভিজ্ঞতা হবে। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটি আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে।’