ঢাকা | রবিবার | ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাবার নিতে আসা শিশুদের ওপর ইসরায়েলের নিষ্ঠুর হামলা

চলমান যুদ্ধবিরতি আলোচনা এবং রাফায় ফিলিস্তিনিদের বিতর্কিত পুনর্বাসন পরিকল্পনার মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ঘটে যাওয়া এই বিমান হামলায় শিশুদের খাবার সংগ্রহ করতে আসা ৯ জন শিশু প্রাণ হারিয়েছে।

গাজার কেন্দ্রীয় দেইর আল-বালাহ এলাকায় শিশুদের পুষ্টি সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর এই বিমান হামলা চালানো হয়। এতে মোট ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী রয়েছেন। এছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন শিশু।

কাতারভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম আল-জাজিরা এই ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে ‘অমার্জনীয়’ ও ‘অত্যন্ত নির্মম’ উল্লেখ করে বলেন, ‘সাহায্যের অপেক্ষায় থাকা পরিবারগুলোর ওপর এমন হামলা গাজার চলমান দুঃসহ পরিস্থিতির কঠিন প্রতিচ্ছবি।’

তিনি আরো বলেন, ‘গাজায় শিশুদের প্রয়োজনীয় পুষ্টির অভাবে তাদের ক্ষুধার্ত থাকা একটি বড় সংকট। দুর্ভিক্ষের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। যদি জরুরি সহায়তা এবং পুষ্টিকর সেবা দ্রুত এবং সম্পূর্ণরূপে প্রদান না করা হয়, তবে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আরও বাড়বে।’

এই ঘটনার পর পরিস্থিতি অত্যন্ত সংকটাক্রান্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা ও সমর্থনের দাবি আরও জোরদার হয়েছে।