রাজধানীর মিটফোর্ড হাসপাতাল (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল)-এর সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের ফাসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা, যারা বিচার দাবি করে স্লোগান দেন। ‘বিচার, বিচার, বিচার চাই’, ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, ‘রশি লাগলে রশি নে, খুনির ফাঁসি দে’—এর মতো নানা नारায় বিক্ষোভকারীরা তাদের দাবির জোরদার করেন।
বিকাল সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মো: আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, যুবদল আহ্বায়ক শিহাব হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরি ও পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল প্রমুখ।
বক্তারা বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে যে নির্মম খুনের ঘটনা ঘটেছে, আমরা বোরহানউদ্দিনের বিএনপি পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জোর দাবী করছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সোহাগ হত্যার সকল জড়িতকে বিচার করতে হবে। এর পাশাপাশি সাম্প্রতিক চাঁদপুরে এক ইমামের ওপর মসজিদে হামলার ঘটনাকেও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
তারা আরও জানান, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এক ঝাঁক ব্যক্তি চেষ্টা চালাচ্ছে। বিএনপি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা বহু প্রতিকূলতা কাটিয়ে রাজপথে টিকে রয়েছি। জামায়াত ও এনসিপির বিরুদ্ধে তাদের হুমকিসহ নানা বক্তব্য তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল আপনারা? আমরা তখন কোন প্রতিবাদ দেখিনি। বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের জন্য জায়গা নেই, এবং আমাদের নেতারা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষপাতী নন।
বক্তারা শেষ করেন, ‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথেই বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলতে কিছু মহল তৎপর হচ্ছে। তাই আমাদের নেতাকর্মীদের আরো সজাগ ও একতাবদ্ধ থাকার আহ্বান রইল।’