আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের ব্যালটের মাধ্যমে তাদের প্রতিপক্ষ নির্বাচনে অংশগ্রহণের অধিকার রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রায় ১২ কোটি ৫০ লাখ ভোটারের মধ্যে প্রত্যেকে যেন নিরবচ্ছিন্নভাবে তাদের মত প্রকাশের সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের সকলকে সাবধান থাকতে হবে যাতে কেউ এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে।’’
আজ বুধবার লন্ডন থেকে ভার্চুয়ালি পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন বাধা সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আমরা মাঝে মাঝে গুজব ও কানাঘুষা শুনি। জাতির পিতার আদর্শে গড়ে ওঠা বিএনপির সকল নেতা-কর্মীকে এই বিষয়ে সতর্ক ও জাগ্রত থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র সফল না হতে পারে।’’
তিনি বলেন, ‘‘গত ১৭ বছর ধরে আমাদের বহু নেতা-কর্মী ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই আমরা সবাই মিলে নিশ্চিত করব যেন কেউ জনগণের মৌলিক অধিকার রক্ষায় বাধা সৃষ্টি করতে না পারে।’’
তারেক রহমান আশাবাদ প্রকাশ করে জানান, শীঘ্রই দেশের মাটিতে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। তিনি দলের ভাবমূর্তি রক্ষায় সকলের প্রতি আকর্ষণ জানিয়ে বলেন, ‘‘দলের সুনাম ক্ষুণ্ন করবে এমন কোনো কাজ থেকে বিরত থাকুন। আপনার কাজের কারণে যদি জনসাধারণের কাছে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে তা শুধু আপনার নয়, পুরো দলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে।’’
তিনি আরও যোগ করেন, ‘‘দেশের প্রতিটি জেলার নেতা-কর্মী যেন দলের সুনাম রক্ষা করে এবং জনগণের আস্থা অর্জনের জন্য সদা প্রস্তুত থাকে। কোনো নেতাকর্মী যদি দলের ভাবমূর্তি নষ্ট করতে বা জনসাধারণের বিশ্বাস হারানোর কারণ হয়ে ওঠে, তাহলে তা রোধ করাও প্রত্যেকের দায়িত্ব।’’
বৃহত্তম রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘প্রত্যেককে দায়িত্বশীল হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের উদ্যোগের মাধ্যমে যেন গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং দলের খ্যাতি বজায় থাকে তা নিশ্চিত করতে হবে।’’
তারেক রহমান শেষ পর্যন্ত বলেন, ‘‘আমি দলের প্রত্যেক নেতা-কর্মীকে এ দায়িত্বটি দিচ্ছি যে, যেকোনো মূল্যে দলের সুনাম রক্ষা করতে হবে এবং যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’’