ঢাকা | শুক্রবার | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মতভিন্নতা থাকা বিষয়গুলো দ্রুত সমাধানের আহ্বান দিলেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেসব বিষয়ে মতবিরোধ বা বিভিন্ন মতামত রয়েছে সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নিজেদের দায়িত্ববোধ উন্নত করতে হবে এবং ঐকমত্যের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্দশ দিনের আলোচনা শুরুতে আলী রীয়াজ এসব কথা বলেন। এই সংক্রান্ত তথ্য জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘প্রাথমিক পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, দ্বিতীয় পর্যায়ে আরও কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছানো হয়েছে। তবে যেসব বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে, সেগুলো অল্প সময়ে সমাধান করতে হবে।’’

তিনি আরও জানান, ‘‘কমিশন কোনও আলাদা সত্তা নয়, এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার। তাই যদি আমরা ব্যর্থ হই, এর দায় কমিশনের একার নয়, আমাদের সকলের। তাই ব্যর্থতার কোনো সুযোগ রাখার মানে নেই।’’

আলী রীয়াজ যোগ করেন, ‘‘সকলের সমন্বিত সহযোগিতায় এই উদ্যোগ সফল করতে হবে। সফলতার মাপকাঠি হলো কাঠামোগত সংস্কারে আমরা কী পরিমাণ একমত হতে পারছি।’’

আজকের আলোচনায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল। তারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় করে একসঙ্গে এগিয়ে যাওয়ার পথে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।