ঢাকা | শনিবার | ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় আসামি ধরতে গিয়ে র‌্যাবের ৭ সদস্য আহত, অপহরণকারী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণ মামলার আসামি ধরতে গিয়ে অপহরণকারীর সহযোগীদের হামলায়

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাত সদস্য আহত হয়েছেন। পরে, ফাঁকা গুলি

ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর, অপহ্নত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবু (২২) সহ তিন হামলাকারীকে

গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে (১৮ জুলাই) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া

গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের শাহীন মিয়ার

স্কুল পড়ুয়া ১৩ বছরের মেয়ে শারিয়া মোস্তারিনকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়।

খবর পেয়ে অপহ্নত কিশোরীকে উদ্ধার করতে র‌্যাব সদস্যরা চাঁদপুর গ্রামে নান্নু মিয়ার

বাড়িতে অভিযান শুরু করে।

এসময়, অপহরনকারী লিয়ন বাবুকে গ্রেপ্তার করা হয়। এমতাবস্থায় অপহরনকারীরা সংঘবদ্ধ হয়ে

র‌্যাব সদস্যদের ওপর হামলা করে অপহরনকারী বাবুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এতে র‌্যাব-১৩ ক্যাম্পের ৭ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাম্পের নায়েক সুবেদার

মো.নওশের আলম। এক পর্যায়ে র‌্যাব ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময়

র‌্যাব অপহৃত স্কুলছাত্রী শারিয়া মোস্তারিনকে উদ্ধার ও অপহরণকারীসহ তিনজনকে

গ্রেপ্তার করে।

আহত র‌্যাব সদস্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর

আসামি ও সহযোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আসামিদের

বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আজ তাদের আদালতে হাজির করা হয়।