চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে ৩
নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে কোর্ট বিল্ডিং এর সামনে কোতোয়ালির রঙ্গম কনভেনশন হল
পাশের ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিন শ্রমিক হলেন— নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান ও একই জেলার সুবর্ণচর
এলাকার ফখরুল ইসলাম ও মোহাম্মদ হাছান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওেসি) আব্দুল
করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বন্ধের দিনেও রঙ্গম সিনেমার পাশে একটি
বহুতল ভবনে ডি ডেভলপার নামে প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন ৩ নির্মাণশ্রমিক। এ সময়
কাজে ব্যবহৃত বাঁশের তৈরি মাচাং ভেঙ্গে পড়ে আঘাত পান তারা। পরে তাদের হাসপাতালে
নিয়ে গেলে তিনজনই মারা যান।
ভবনটির দারোয়ান জানান, এই ঘটনার পর থানায় মালিকপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের বৈঠক
চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, তিনজনকে হাসপাতালে আনা
হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। পরে বিকালে অপরজনও মারা যায়।