ঢাকা | শনিবার | ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

দুর্গন্ধের সূত্র ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচের

বেজমেন্টের কেবিন থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই)বেলা সাড়ে ১০টার দিকে মৃত দেহটিউদ্ধার করে ময়না তদন্তের জন্য

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

জানা যায়, লাশটি মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলা ভবনের বি ব্লকে দুই নম্বর লিফটের

নিচে বেজমেন্ট কেবিন থেকে উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিটি একজন পুরুষ তার বয়স

আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মৃতদেহটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে দেড়টার দিকে রোগীদের

স্বজনদের মাধ্যমে দুর্গন্ধের কথা জেনে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায়

খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্গন্ধের উৎস সন্ধান করা সম্ভব হয়নি। 

পরে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের

সাহায্যে লিফটের নিচের সুরঙ্গের বেজমেন্ট কেবিন থেকে অজ্ঞাত নামা ওই ব্যক্তির

মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদউজ্জামান জানান,  মৃতদেহটি অন্তত দুই দিনের পুরনো এবং পচন ধরায় তা থেকে

দুর্গন্ধ বের হচ্ছিল। 

ওসি জানান, ওই ব্যক্তির কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়। সে মুঠোফোন থেকে দুটি

সিম উদ্ধার করা হয়। সিম পরীক্ষা করে দেখা যায় এ সিমটি রাজু, পিতা শহীদ শেখ, রামনগর,

বোয়ালমারী নামে নিবন্ধিত। পরে ওই সিম ব্যবহার করে এক জামিরুল নামে এক ব্যক্তির

সঙ্গে কথা হলে ওই ব্যক্তি জানান, তার চাচা দুই দিন ধরে নিখোঁজ।  

তিনি বলেন, জামিরুলসহ মৃতের পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল আসছেন। তারা আসার পর

মৃত ব্যক্তির সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।