ঢাকা | রবিবার | ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। আরও তিনজনের

মৃত্যুর পর সারি দীর্ঘ হলো। শুক্রবার(২৫ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়

এসব মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১

জন রোগী।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার

ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পড়ুন: ডেঙ্গুতে আরও ১৬৪ জন হাসপাতালে ভর্তি

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আর ঢাকার

বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে, যাদের

মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪৫ দশমিক ২ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত

হয়েছেন মোট ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ

নারী।