ঢাকা | মঙ্গলবার | ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

নাটোরে পদ্মার চরে সন্ত্রাসীদের অস্ত্র মহড়া, গুলিবর্ষণ

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে আবারও সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও এলোপাথারি গুলি

বর্ষণের ঘটনা ঘটেছে।

তবে, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছার আগেই পালিয়ে যায়

সন্ত্রাসীরা।

এলাকাবাসী জানায়, সোমবার(২৮ জুলাই) বিকালে সশস্ত্র সন্ত্রাসীরা স্পিডবোটে লালপুর

উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া চরে এসে নামে।

এ সময় মুখ বাঁধা সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চরে মহড়া দেয় এবং বেশ কয়েক

রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে চরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে সেনাবাহিনী

ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পাওয়া যায়নি।

পদ্মা নদীর বালু মহাল ও ভরাট বালুর চর দখল নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে অস্ত্রের

মহড়া, গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটছে বলে জানা যায়।