ঢাকা | বৃহস্পতিবার | ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৭ হিজরি

সৌদি সরকার দেবে ২৪৪ কোটি টাকা আইকনিক মসজিদ নির্মাণে

সৌদি সরকার ২৪৪ কোটি টাকা অনুদান দেবে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণের কাজে। এই রাজকীয় অনুদান সৌদি সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে।

আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎকালে এই তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা জানান, সৌদি আরবের অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি বিভাগ থেকে মসজিদ নির্মাণের জন্য জমির প্রস্তাব এসেছে, আর বাকিগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত, যারা দেশের উন্নয়নে বিশাল রেমিট্যান্স পাঠাচ্ছেন। সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আসন্ন দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় এবং সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর সুন্দর ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী বছরের হজ ব্যবস্থাপনার উন্নতির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরেন।

সেই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুমের সংখ্যা বাড়ানো, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মিনার তাবুতে বিছানার আকার বৃদ্ধি করা। রাষ্ট্রদূত এসব বিষয়ে নিজ দেশের সরকার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে জানিয়ে সহযোগিতা দেখানোর আশ্বাস দেন।

অতএব, সৌদি সরকারের উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে তিনি বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করেন। এছাড়া, হজযাত্রীদের লাগেজে আরএফআইডি ট্যাগ সংযোজন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় ধর্ম বিষয়ক সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।