ঢাকা | শনিবার | ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

গত ছয় মাসে ঢাকায় ১২১ হত্যাকাণ্ড, ছিনতাই-ডাকাতি ২৮১: ডিএমপি

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় মোট ১২১টি হত্যাকাণ্ড,

২৪৮টি ছিনতাই, ৩৩টি ডাকাতি ও ১, হাজার ৬৮টি চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা

মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৯ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য

জানিয়েছেন সংস্থাটির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর

রহমান।

তিনি বলেন, ‘এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

রয়েছে। নাগরিকদের প্রতি আহ্বান থাকবে—নিজ হাতে আইন তুলে নেবেন না। অপরাধীর তথ্য

পেলে পুলিশকে জানান। আপনার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে।’

ডিএমপি জানায়, সম্প্রতি পুলিশের বিশেষ শাখা (এসবি) ও পুলিশ সদর দপ্তর থেকে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তালেবুর রহমান বলেন, ‘আমরা সবসময় সতর্ক। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি

অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্য ব্যবহার

করে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছি।’

মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজধানীতে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। হ্যাঁ, অপরাধ হচ্ছে—তবে আমরা সেগুলো নিয়ন্ত্রণে

রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।’

পুলিশ ফাঁড়ি ও থানায় জামায়াত বা এনসিপি নেতাদের মধ্যরাতের ‘শালিস’ নিয়ে

প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ‘থানায় শালিসের সুযোগ নেই। অভিযোগকারী ও

অভিযুক্ত চাইলে আপসে মীমাংসা নিয়ে আলোচনা করতে পারেন, তবে থানার ভেতরে দরকষাকষির

সুযোগ নেই। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া পুলিশের উপপরিদর্শকদের প্রতি পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা

দিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।