
ইলিশের বদলে জালে ধরা পড়ছে পাঙাশ, কোরাল, আইর ও অন্যান্য মাছ
গত ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয়েছে নদী ও সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার পরও নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা আর পাওয়া যায়নি। বিকল্প হিসেবে জালে ধরা পড়ছে পাঙাশ, কোরাল, চিংড়ি, আইর, বোয়াল, পোয়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের মাছ। এই মাছ জেলেরা আড়তগুলোতে বিক্রি করে খরচ চালাচ্ছেন, যা নতুন বাস্তবতার প্রমাণ। সদর এলাকার মেঘনা নদী








