রাষ্ট্রীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা Nobel বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ উপাধিতে ঘোষণা করার নির্দেশ কেন দেওয়া যাবে না, তা জানতে গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন।
এ ঘটনার প্রেক্ষিতে সরকার আজ এক বিবৃতিতে জানান, অধ্যাপক ইউনূস নিজে এ ধরণের কোনো উপাধি নিতে আগ্রহ প্রকাশ করেননি এবং সরকারও তাকে এমন কোনো সম্মানসূচক উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হাইকোর্ট থেকে প্রাপ্ত রুলের কপি হাতে পাওয়ার পর সরকার সময়মতো যথাযথ জবাব দেবে। সরকার স্পষ্ট ঘোষণা করেছে যে, অধ্যাপক ইউনূস নিজে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা হতে ইচ্ছুক নন এবং সরকারও সে উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নেয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, যিনি এই রিট দাখিল করেছেন তিনি নিজস্ব উদ্যোগেই করেছেন এবং রুলের প্রয়োজনীয়তা ও ভিত্তি সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য নেই। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের অফিস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সরকার নির্দেশ দিয়েছে।