দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত সক্রিয় রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন। এবার তার ক্রিকেট ক্যারিয়ারে এসেছে এক নতুন অধ্যায়, যখন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লিখিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। আগামী মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে মাঠে নেমে খেলবেন এই বিশ্বমানের অলরাউন্ডার।
আটলান্টা ফায়ার আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে। টুর্নামেন্টটি ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। গত শুক্রবার নিজেদের ফেসবুক পেজে আটলান্টা ফায়ার গর্ব নিয়ে ঘোষণা দিয়েছে, ‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা দলে পেয়েছি।’
তারা আরও যোগ করেছে, ‘যিনি ব্যাটিং ও বলিং উভয় দিক দিয়ে ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারেন, সাকিবের দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের দলে এক নতুন মাত্রা যোগ করবে। আটলান্টাতে তার জাদুকরী প্রদর্শন দেখতে সবাই উৎসাহে অপেক্ষা করুন।’
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা মূলত মেজর লিগ ক্রিকেটের ফিডার লিগ হিসেবে কাজ করে। সাকিবের এই অংশগ্রহণ তার আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন দিশা ও অভিজ্ঞতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।