ঢাকা | রবিবার | ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কোকো নিয়ে বিতর্কিত মন্তব্য: মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ ও ক্ষমা চান

সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে, প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মুফতি আমির হামজার দেওয়া এক আপত্তিকর মন্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ক্লিপটি নতুন করে ছড়িয়ে পড়ায় অনেকে বিব্রতবোধ করায় মুফতি নিজেই দুঃখ প্রকাশ করেছেন।

মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে একটি স্ট্যাটাস প্রকাশ করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন এবং দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ওই অনাকাঙ্ক্ষিত উদাহরণটি ছিল ২০২৩ সালের একটি বক্তৃতার অংশ। তখনই তিনি ভুল হলেও উদাহরণ হিসেবে দেওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং এবারও পুনরায় ক্ষমা চান।

তিনি আরও দাবি করেন যে বর্তমানে পুরনো ওই বক্তব্যকে সচেতনভাবে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে। এতে বলেছেন, ‘‘নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ হলেও এমন কুফল করতে পারেনি’’—তবে যে যারা এই ধরনের কৌশল চালাচ্ছে, তাদেরও বিচার-বিজ্ঞানে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেছেন মুফতি।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া কামনা করে লিখেছেন, ‘‘আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’’

(সূত্র: আজকালের খবর/বিএস)