বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে ঘেরাও করার ইঙ্গিত দেওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপি সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের খবরটি বুধবার সকালের দিকে প্রকাশ্যে আসে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কারের তথ্য সম্পূর্ণ সঠিক।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতির বিরুদ্ধে কাজ করার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লার বিএনপি সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদে প্রযোজ্য হবে।
এর আগে গত ২৩ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনালি সংসদ মাঠে অনুষ্ঠিত বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে লুৎফর রহমান খোকা বক্তব্য দেন। সে সময় তিনি বলেন, ‘‘শাহ আলমের জন্য আমরা মনোনয়ন আনব, প্রয়োজনে কেন্দ্রীয় অফিসের সামনে আত্মাহুতি দেবো। তারেক রহমান ও খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিবকে ঘেরাও করবো।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ফতুল্লা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকেই ছাড়বো না। এখানে কোন জোট চলবে না, ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেউ করতে পারবে না।’’
ঘটনার দুই দিন পর লুৎফর রহমান খোকা তার উক্তিটি ভুলভ্রান্তি বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘‘আমার মন্তব্যটি স্লিপ অফ দ্য টাং ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রায় ৮০ শতাংশ ভোটার বিএনপির। যদি অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তা ভোটারদের জন্য কষ্টদায়ক হবে। আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি বোঝাতে গিয়ে বেশি কথা বলেছি, যা ঠিক হয়নি।’’
এই ঘটনায় দলের শৃঙ্খলা প্রতিপালনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় দলের সংগঠকরা সন্তোষ প্রকাশ করেছেন।