ঢাকা | সোমবার | ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

গাজায় অব্যাহত সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে গাজার দক্ষিণ অংশে ৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। বুধবার ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনীর ওয়েবসাইটে একই ব্যাটালিয়নের পাঁচজন সৈন্য এবং একজন প্লাটুন কমান্ডারের নাম নিহত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সপ্তম নিহত সৈন্যের নাম তার পরিবার প্রকাশের অনুমতি দেয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে ইসরাইলে এক বড়সড় হামলার পর থেকে এই যুদ্ধে ইসরাইলি সৈন্যদের হতাহতের সংখ্যা বেড়ে ৪৩০ ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা যায়, হামাসের হামলায় ১,২১৯ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

তবে হামাস ২৫১ ব্যক্তিকে জিম্মি হিসেবে ধরে রেখেছে, এদের মধ্যে ৪৯ জন এখনও গাজায় বন্দি রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, এদের মধ্যে ২৭ জন মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ইসরাইলি প্রতিশোধমূলক সামরিক অভিযানে এখনও কমপক্ষে ৫৬,৭৭৭ জন প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলেছে।

অধিকার সংস্থা গুলো বলছে, মার্চের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত ইসরাইল গাজার সব ধরনের সরবরাহ বন্ধ রেখেছে এবং বিধিনিষেধ আরোপ করেছে, যার ফলে প্রায় ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

বিশ্রামের লক্ষে মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরাইলের সামরিক প্রধান ইয়াল জামির বলেছেন, এখন তাদের মূল মনোযোগ গাজার দিকে ফিরবে।