ঢাকা | মঙ্গলবার | ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চলতি বছরই মাঠে গড়াবে এবারের বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছরই মাঠে গড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে এবারের বিপিএলের, যা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভার পর পরিচালক ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

মিঠু জানান, এবারের বিপিএল ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে। দলের মালিকানার ক্ষেত্রে পাঁচ বছরের চুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি, নতুন গভর্নিং কাউন্সিলে বাইরের বিশেষজ্ঞরাও থাকবেন, যা আগে হয়নি।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মিঠু বলেন, ‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া তৈরি করা হবে, যা বোর্ড সদস্যদের পরামর্শ নেয়ার পর চূড়ান্ত করা হবে। এই ক্রাইটেরিয়া পূরণ এবং সরকারের নীতিমালা মেনে চলা হলে তারা দল নিতে পারবে।’

বর্তমানে টুর্নামেন্টের হাতে মাত্র ছয় মাস থাকলেও, এখন পর্যন্ত নিশ্চিত নয় কয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়নি। তবে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, যারা অংশ নেবেন, তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হবে।

বিপিএলের স্বচ্ছতা এবং উন্নত মান নিশ্চিত করতে বিসিবি এবার বাইরের বিশেষজ্ঞদেরও বিপিএল কমিটিতে নিয়ে আসবে। মিঠু বলেন, ‘বিপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের বাইরের নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে, যাতে পুরো টুর্নামেন্ট স্বচ্ছ ও ক্লিন মান বজায় থাকে।’

এই উদ্যোগের মাধ্যমে বিসিবি চাইছে, বিপিএল যেন জনগণ ও অংশগ্রহণকারীদের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য ও উৎসাহজনক হয়ে উঠে।