জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি জানান, জনগণের পক্ষে এমন রাজনীতি গড়তে হবে যা শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে সহায়ক হবে।
বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলার একটি পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘চুয়াডাঙ্গার মানুষ যেন সুশিক্ষা এবং উন্নত চিকিৎসায় পৌঁছায়, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। দেশের গঠন এবং সংস্কারের পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’’
নারী, শিক্ষিত ও কর্মক্ষম জনগণের অধিকার রক্ষায় মুজিববাদী রাজনৈতিক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘‘মুজিববাদী ফ্যাসিস্ট দল আমাদের জীবনের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমরা বাধা দেব। বিচার ও সংস্কার এবং একটি নতুন সংবিধানের দাবিতে নাগরিক পার্টি জনগণের পাশে দাঁড়াবে এবং ইনসাফভিত্তিক রাজনীতি উপহার দেবে।’’
দেশব্যাপী ‘‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’’ কর্মসূচির অংশ হিসেবে এই নতুন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের ন্যায় ধারায় আইন-বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি নিয়ে গত ১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত পদযাত্রা চালাচ্ছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের শাসনের সময়ে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের ফলে অসংখ্য মানুষ গুম, খুন ও অন্যায়ের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের সীমান্ত, মাটি, মানুষ ও মানচিত্র রক্ষায় ছাত্র-তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।’’
জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য নাহিদ ইসলাম শেখ হাসিনা ও তার দলকে দায়ী করেন এবং বলেন, ‘‘ভারত সরকার সেই সন্ত্রাসী ও হত্যাকারী বাহিনীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে এবং তাঁরা দীর্ঘ সময় দাসত্বের জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। আমাদের পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা হচ্ছে, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বারবার আমাদের অবমূল্যায়ন করা হয়েছে।’’
ভারতের সঙ্গে সমান ও ন্যায্যতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘‘ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে চায় তবে সেটা সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে হতে হবে।’’