ঢাকা | শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় কবির সমাধির পাশেই শায়িত হবেন শহীদ ওসমান হাদির কবর প্রস্তুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধিসৌধের পাশে শহীদ শরীফ ওসমান হাদি’র দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদির কবরটি জাতীয় কবির কবরের দক্ষিণ পাশে স্থাপন করা হবে। মসজিদের দেয়ালের কাছাকাছি, দ্বিতীয় স্লটের পূর্ব পাশে তার কবরের স্থান নির্ধারণ করা হয়েছে। এই কবর প্রস্তুতির কার্যক্রমের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যান্য সংশ্লিস্ট ব্যক্তিবর্গ।