ঢাকা | রবিবার | ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শনিবার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও সড়ক অবরোধের আয়োজন করে, যা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টার প্রতিবাদে। এই অবরোধের ফলে পল্টন মোড় থেকে কদমফোয়ারার দিকে যাওয়ার সড়কটি বন্ধ হয়ে যায়, এবং যানবাহনগুলো বিকল্প রুটে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং শিগগিরই তারা সড়ক মুক্ত করে নেবেন।এক্ষেত্রে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নার্সিং পেশাজীবীরা, যারা দাবি করেন, নারীশিক্ষা ও স্বাস্থ্য সেবার সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন করে নার্সিং কমিশন গঠন এবং নার্সদের জন্য স্বতন্ত্র পদ সৃষ্টি জরুরি।তারা অভিযোগ করেন যে, ১৯৭৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তাদের নেতৃত্বে নার্সিং বিভাগ কার্যক্রম চালানো হয়েছে, যেখানে নার্সদের নিয়োগ, পদোন্নতি ও উচ্চশিক্ষা সহজে হয়েছিল। কিন্তু ২০১৬ সালের পর থেকে প্রশাসন ক্যাডার নিয়োগের মাধ্যমে নার্সিং বিভাগ পরিচালিত হওয়ায় নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নার্সেরা। তারা এই আন্দোলনের মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান।