বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান শনিবার রাজশাহীর মোহন পার্কে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল এবং গণতন্ত্রের দৃঢ় সমর্থক। তিনি বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ দুইবার বাকশাল প্রতিষ্ঠা করেছিলো, যা জনগণের শাসন নয়, স্বৈরাচারিত্বের স্বরূপ। বিএনপি সততা, আইনশৃঙ্খলা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাস করে।’’
ড. আব্দুল মঈন খান বলেন, ‘‘বিএনপি কখনোই পিছু হটেনি, দীর্ঘ ১৭ বছর ক্ষমতাসীন আগ্রাসন ও অত্যাচারের মধ্যেও নেতাকর্মীরা দলীয় প্রতি আনুগত্য রাখেছে। তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজের অহংকার দীর্ঘ ষোল বছর আওয়ামী ফ্যাসিস্ট শাসনকে বিতাড়িত করেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতা একসঙ্গে রাস্তায় নামে ও স্বৈরাচার স্বাগত জানায় বিদায়ের মাধ্যমে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি, কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে পথভ্রষ্ট দল। তাদের অবস্থা এমন হতে হয়েছে যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভবিষ্যতে যেন এমন অবস্থা আর কোনো দলকে না হয়, এজন্য নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।’’
ড. মঈন খান বলেন, ‘‘বর্তমান সরকার জনগণের দায়িত্ব পেলেও এখন সময় এসেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের। সংস্কার ও বিচার প্রক্রিয়া চলতি প্রক্রিয়া, তা একরাতে শেষ হয় না। আগের স্বৈরাচারী সরকার উন্নয়নের আগে গণতন্ত্রের কথা বলত কিন্তু সেটা ছিল মিথ্যাচার। আমরা এ কথা আর কেউ শুনতে চাই না। এখন সময় এসেছে শৃঙ্খলার মধ্যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার। আমরা ধৈর্য্য ধরব, নিয়ম-কানুন মেনে কাজ করব, কারও ওপর জোর প্রয়োগ করব না কারণ সেটি স্বৈরাচারিত্ব, যা বিএনপি বিশ্বাস করে না। আমরা আইনের শাসন ও মানুষের ভোটে বিশ্বাস করি।’’
তিনি বিএনপিকে একটি ভিন্নধর্মী রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করে বলেন, ‘‘আমরা রাজনীতিকে কখনো ব্যবসা মনে করি নাই, বরঞ্চ জনগণের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে এসেছি। আমাদের দলের কেউ যেন কখনো আওয়ামী লীগের মতো অনৈতিক কাজ না করে, এজন্য সতর্ক থাকতে হবে।’’
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ছিলেন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বিভিন্ন থানা বিএনপি নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবারকের এই অনুষ্ঠানে নেতারা নবায়ন ফরম বিতরণ করে দলের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।